EBL Junior Savings Account টি ডিজাইন করা হয়েছে, যেসব শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে তাদের জন্য ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্টটি সাজানো হয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্ট ওপেন করতে পারেন।

EBL JUNIOR SAVINGS ACCOUNT

    ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্ট(EBL JUNIOR SAVINGS ACCOUNT)

    আজকের  এই আর্টিকেলে জেনে নিতে পারবেন, কিভাবে সঠিক ভাবে ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্ট খুলবেন। EBL Junior Savings Account খুললে কি কি সুবিধা পাবেন এবং অসুবিধা সমূহ কি পুরো আর্টিকেল পড়ে জেনে নিন।

    ইবিএল জুনিয়র সেভিংস একাউন্টটি কি(What is the account about?)

    Ans: এই একাউন্টটি শুধুমাত্র শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু, ইবিএল জুনিয়র সেভিংস একাউন্টটি operate করবে তার পিতা-মাতা। যতদিন পর্যন্ত শিশুর বয়স ১৮ বছর পূর্ণ না হয়।

    আপনার জন্য ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্টে কি রয়েছে(What is there for you?)

    এখন আপনি আপনার সন্তানের জন্য টাকা সঞ্চয় করতে পারবেন এবং এই অর্থ গুলো যুক্তিসঙ্গতভাবে(judiciously) খরচ করতে পারবেন। আপনার সন্তানের EBL Junior Savings Account-এ পকেট মানি জমা করতে পারেন। ইবিএল জুনিয়র সেভিংস একাউন্ট এর সবচেয়ে ভালো দিক হল, আপনি এখন অ্যাকাউন্টের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যখন আপনার সন্তান EBL-ব্যাংকিং এর সুবিধা ভোগ করবে।

    ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্টের সুবিধা(Features of EBL JUNIOR SAVINGS ACCOUNT)

    • সঞ্চয় করা টাকার উপর Highest interest rate প্রদান করবে।
    • Interest এর টাকা প্রতিদিন calculated করা হয়ে থাকে।
    • ডুয়েল Currency Debit Card এর সুবিধা রয়েছে যা, পিতা-মাতা চালাতে পারবে।
    • চেকবুক প্রদান করা হবে(Cheque Book Facilities)
    • একটি লোকাল Free debit card শিশুর জন্য প্রদান করা হবে।
    • সকল এটিএম থেকে ফ্রিতে ATM cash withdrawal করার facilities রয়েছে।
    • অনলাইন ইন্টারনেট ব্যাংকিং সুবিধা রয়েছে(Free internet banking facilities)
    • মিনিমাম balance fee ফি নেই।
    • বাৎসরিক account maintenance fee নেই।
    • সর্বনিম্ন Initial deposit টাকার পরিমাণ মাত্র BDT 100/= টাকা

    ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্ট ওপেন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে(EBL JUNIOR SAVINGS ACCOUNT Eligibility)

    ১৮ বছরের নিচের শিশুরা বাংলাদেশের যেকোন স্কুলে রেখাপড়া করলেই EBL Junior Savings Account ওপেন করার যোগ্যতা(Eligibility) বলে গণ্য হবে। Children can not open the account with anyone other than his/her parents. ইন্টারেস্ট এর জন্য সর্বনিম্ন BDT 10,000/=টাকা জমা থাকতে হবে।

    ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্ট ওপেন করতে যেসব ডকুমেন্টন প্রয়োজন(Required documents to open EBL JUNIOR SAVINGS ACCOUNT)

    1. স্টুডেন্ট আইডির ফটোকপি(Photocopy of School ID) অথবা, স্কুল কর্তৃক সার্টিফিকেট(Certificate from school) অথবা, পেমেন্ট স্লিপ(Payment slip of latest tuition fees).
    2. শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি(Photocopy of Birth certificate (Student)).
    3. নমিনীর এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ (photograph to be attested by the applicant).
    4. সম্প্রতি utility bill এর ফটোকপি। যেমনঃ (Gas, Electricity, Wasa, Telephone) ইত্যাদি।
    5. পিতা-মাতার জাতীয় পরিপত্র এর ফটোকপি(Photocopy of Parents National ID/Passport)
    6. শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ (Two copies passport size photograph of the student)
    7. পিতা-মাতার এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ(One copy passport size photograph of parent).

    ইবিএল জুনিয়র সেভিংকস একাউন্ট এর স্পেশাল সুবিধা সমূহ(Special Benefits of EBL JUNIOR SAVINGS ACCOUNT)

    পরিপূরক বীমা কভারেজ(Complementary Insurance Coverage): ইবিএল জুনিয়র অ্যাকাউন্ট এর মালিক নিম্নলিখিত কভারেজের জন্য অধিকারী হবেন: দুর্ঘটনার কারণে শিক্ষার্থীর পিতামাতার জীবনের ক্ষতি হলে, সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্য টিউশন ফি বাবদ প্রতিমাসে ৫,০০০ টাকা দেওয়া হবে। এই টাকা শিক্ষার্থী ৬০ মাস পর্যন্ত পাবে।

    শর্তাবলীঃ

    আরো সঠিক তথ্যের জন্য সরাসরি ইবিএল ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন। অথবা. কল করুনঃ 16230 or email tostudentbanking@ebl.com.bd

    Post a Comment

    নবীনতর পূর্বতন