আসসালামু আলাইকুম, আপনি ইবিএল ক্যাম্পাস একাউন্ট(EBL Campus Account) ওপেন করতে চাচ্ছেন? তাহলে আমাদের এই আর্টিকেল সম্পূর্ণ পড়লে সবকিছু ভালভাবে বুঝতে পারবেন। চলুন ইবিএল ক্যাম্পাস একাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন, সুবিধা অসুবিধা গুলো কি কি?

EBL Campus Account

How do I open a EBL CAMPUS ACCOUNT | ইবিএল ক্যাম্পাস একাউন্ট

EBL Student Banking একটি ছাতার মত যা EBL Campus Account নামে ডিজাইন করা হয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য specially design করা হয়েছে। নিজের কাছে এই হিসাব খুবই সহজ মনে হবে এবং special savings account এর জন্য no hidden charges. তাছাড়া ইবিএল ক্যাম্পাস একাউন্ট এর জন্য কোন restrictions নেই, যখন daily balance এর উপর Interest দেওয়া হবে। 

ইবিএল ক্যাম্পাস একাউন্ট এর মূল বৈশিষ্ট্য(Attractive Key Features of EBL Campus Account): 

• আর্কষণীয় সুদের হার(Attractive interest rate) 
• প্রতিদিনের ব্যালেন্স এর উপর আর্কষণীয় সুদ(Interest will be calculated on daily balance) 
• ডুয়েল Currency Debit Card এর সুবিধা 
• চেকবই সুবিধা(Cheque Book facilities) 
• এটিএম বুথ থেকে ফ্রি চার্জে টাকা উত্তোলন(Free ATM cash withdrawal facilities at all EBL ATM’s 
• ইন্টারনেট ব্যাংকিং সুবিধা   
• সর্বনিম্ন ব্যালেন্স এর কোন ফি নেই   
• একাউন্ট রক্ষণাবেক্ষণ এর চার্জ ফি নেই   
• সর্বনিম্ন Initial deposit amount is only BDT 500/= 

আরো জানুনঃ

  1. আইবিবিএল(IBBL) স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সুবিধা সমূহ কি কি? বিস্তারিত জেনে নিন।
  1. ব্র‌্যাক ব্যাংক(BRAC BANK) স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সুবিধা সমূহ কি কি? বিস্তারিত জেনে নিন।
  1. এবি ব্যাংক(AB BANK) স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সুবিধা সমূহ কি কি? বিস্তারিত জেনে নিন।
  1. ইবিএল স্টুডেন্ট ব্যাংকিং কুভাব ওপেন করবেন, সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত জেনেন।

Eligibility & Requirements 

  • যেসব শিক্ষার্থীদের বয়স ১৮-২৮ বছরের মধ্যে যেকোন ছাত্র-ছাত্রী  EBL Campus Account ওপেন করতে পারবে। 
  • সর্বনিম্ন ১০,০০০ টাকা ব্যালেন্স এর উপর সুদ প্রদান করা হবে(Minimum balance for interest accrual BDT 10,000/=)

ইবিএল ক্যাম্পাস একাউন্ট ওপেন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন(Required documents to open EBL Campus account) 

  • শিক্ষার্থীর Valid Student ID Card এর ফটোকপি    
  • ছাত্র-ছাত্রীর জাতীয় পরিচয়পত্র/আসল পাসপোর্ট/জন্ম-নিবন্ধনের ফটোকপি(Photocopy of National ID Card/ Valid Passport/ Birth Certificate). এই ফটোকপির সাথে ছবি অ্যাটাচ করতে হবে। 
  • শিক্ষার্থীর এক কপি রঙিন ফটোগ্রাফ বা ছবি(One copy passport size photograph of the student) 
  •  যাকে নমিনি দিবেন তাহার এক কপি রঙিন ফটোগ্রাফ বা ছবি(One copy passport size photograph of nominee) 
  • সম্প্রতি মাসের utility bill (Gas, Electricity, Wasa, Telephone) দিতে হবে mailing address প্রমাণ করার জন্য। 

বিশেষ লাভ বা সুবিধা গুলো(Special Benefits) 

  • Complementary Insurance Coverage – যে ব্যাক্তির নামে EBL Campus account ওপেন হবে সে এই ইন্সুইরেন্স এর কভারেজের আওতাভুক্ত হবে। 
  • ইবিএল ক্যাম্পাস একাউন্টের মালিক এক্সিডেন্ট জনিত কারণে মারা গেলে পরবর্তী ৬০ মাস পর্যন্ত তাহার পিতা-মাতাকে ৫০০০ টাকা করে প্রদান করা হবে। (Loss of Life of the paying parent due to accident – BDT 5,000 per month for 60 months) 
  • Permanent Total Disability (PTD) of the paying parent due to accident – BDT 5,000 per month for 60 months 
  • এক্সিডেন্ট জনিত কারণে মেডিক্যাল বাবদ সর্বোচ্চ শিক্ষার্থীকে 15,000 টাকা প্রদান করা হবে। 

বীমার সুবিধা সমূহ নিম্নোক্ত শর্তানুসারে

Any insurance facility is subject to

• EBL Debit Card মেইন একাউন্টের সাথে ট্যাগ করা।

• বীমার জন্য বয়সের মানদণ্ড পূরণ(Meeting Age Criteria for the insurance)

• ব্যাংক হতে সরবরাহকৃত “Good Health Declaration” form টি যথাযথ পুর্ণ করা

• মাসের শেষের দিকে balance of BDT 10,000 রাখা

Post a Comment

নবীনতর পূর্বতন