আমরা আগে দীর্ঘ লাইন দিয়ে কোন ব্যাংক বা বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল দিয়ে আসতাম। কিন্তু এখন আগের দিন বদলে দিয়েছে নগদ। এখন থেকে নগদে বিদ্যুৎ বিল দেওয়া যাবে। আমাদের এই পোস্ট পড়ে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম শিখে নিতে পারবেন।

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২৫

আমাদের দেশে অনেক মোবাইল ব্যাংকিং কোম্পানি গুলো বিদ্যুৎ বিল দেওয়ার সেবা দিয়ে আসছে। তাদের মধ্যে নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা-অসুবিধা গুলো তুলে ধরব।

কিভাবে নগদ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল দেওয়া যায় | নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জেনে নিন

1. প্রথমে নগদ অ্যাপে গিয়ে ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। এরপরে "Bill Pay" অপশন নির্বাচন করতে হবে।

2. এখন বিলের ধরনে "বিদ্যুৎ" অপশন পাবেন, এর উপর ক্লিক করতে হবে। তাহলে এটি সিলেক্ট অবস্থায় থাকবে।

3. এখন নিচের দিকে বিপণন কারী প্রতিষ্ঠান গুলোর লিস্ট পাবেন, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করেন।

4. মনে করুন, আপনি পল্লী বিদ্যুৎ প্রিপেইড এর বিল দিবেন। তাহলে " Palli Bidyut prepaid" এ ক্লিক করতে হবে।

5. এখানে আপনার মিটার নাম্বার ও টাকার পরিমাণ চাইবে। তাই, মিটারের ঘরে মিটার নাম্বার ও টাকার ঘরে টাকার পরিমাণ বসিয়ে দিন।এভাবে পরবর্তী ধাপগুলি কম্পিলিট করে নিন।

আরো পড়ুনঃ বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত? বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদের মাধ্যমে বাটন ফোনে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বাটন মোবাইলে *১৬৭# ডায়াল করে নগদ হতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। নিচের ধাপ গুলো অনুসরণ করে নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করুন।

১। বাটনফোনে *১৬৭# ডায়াল করন।

২। এখন কতগুলো অপশন থাকবে, সেখানে ৫নং সিরিয়ালে "Bill Pay" থাকবে।

৩। এবার রিপ্লেতে 5 তুলে সেন্ড করুন।

৪। এরপর বিদ্যুৎ সরবারাহকারী প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে সেন্ড বাটনে প্রেস করুন।

৫। এবার আপনার একাউন্ট নাম্বার বা কাস্টমার নাম্বার লিখুন।

৬। একাউন্ট নাম্বার হিসেবে পল্লী বিদ্যুৎ বিলে উলেখিত এসএমএস নাম্বারটিকে দিতে হবে।

৭। এখন আপনার বিল কত টাকা এসেছে তা লিখুন।

৮। এখন এর আগে যতগুলো তথ্য টাইপ করেছেন তা সংক্ষিপ্ত আকারে দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে পিন দিয়ে ওকে করুন।

৯। আপনার সব কিছু ঠিক থাকলে কর্নফরমেশন মেসেজ পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ রকেট একাউন্ট ইজ নট অ্যাক্টিভ | How to solve Rocket account is not active

নগদ বিদ্যুৎ বিল চার্জ কত?

নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ একদম ফ্রি। অর্থাৎ, নগদের টাকা অ্যাড করে বিনামূল্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন