অকারণে সিমের টাকা কাটে এ নিয়ে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। অনেকেই এ ধরণের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বলে, How to stop value adding service all sim. 

আজকের আর্টিকেল এ যা যা জানতে পারবেন, কিভাবে গ্রামীণ সিমের অটোমেটিক টাকা বন্ধ করবেন? কিভাবে রবি সিমের অটোমেটিক টাকা কাটা বন্ধ করবেন? এয়ারটেল সিমের অকারণে টাকা টাকা বন্ধ করতে পারবেন। এছাড়াও আমাদের দেশের একমাত্র টেলিটক সিমের অকারণে টাকা কাটা বন্ধ করতে পারবেন।

কি কারণে সিমে টাকা কাটে অটোমেটিক তা আগে জেনে নিনঃ-

আমাদের নিজের অজান্তে কিছু কোড মোবাইলে ব্যবহার করি বা কম্পিউটার হতে বিভিন্ন সার্ভিসের কল আসে। এসব কল হতে তারা বলে আমাদের এই সার্ভিসটার জন্য ১ চাপুন অথবা ২ চাপুন। ভুলক্রমে এসব সংখ্যা চাপলে অটোমেটিক টাকা কাটার সাবক্রিপশন চালু হয়ে যায়। 

ফলে আমাদের সিমে টাকা লোড করলে টাকা থাকে না। এই টাকা না থাকলে আমরা আমাদের সন্তানদের উপর দোষ দেই, যে তুমিই গোপনে কারো সাথে কথা বলে টাকা গুলো খেয়েছো। ফলে অনেকের পরিবারে অশান্তির দেখা মেলে। আজকে আমরা জানাব কিভাবে অকারণে সিমের টাকা কাটে তা বন্ধ করব। এছাড়া এখানে দেখাব, How to Stop Value Added service of all sim?

আরো পড়ুনঃ

১। বিকাশ থেকে টাকা কেটে নেয় কেন? Save BKash from fundesh auto Subscription.

 দ্রুত ইউটিউব শর্টস থেকে ইনকাম করার পদ্ধতি।

৩।  মোবাইল কেনার আগে ৭ টি টিপস। 

গ্রামীণফোন বা জিপি সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩

গ্রামীণফোন সিমে বা জিপি সিমে বিভিন্ন ধরণের সার্ভিস চালু থাকার কারণে টাকা কেটে নেয়। সার্ভিসগুলোর মধ্যে যেমন: ওয়েলকাম টুন, খেলার খবর, জোকস, কল ব্লকসহ সকল ধরণের সার্ভিস একবারে বন্ধ করার জন্য আমাদের ভিডিওতে সরাসরি দেখানো হয়েছে। ভিডিও মনযোগ সহকারে দেখুন বিনামূল্যে সকল সার্ভিস বন্ধ করুন।

বাংলালিংক সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২৩

বাংলালিংক সিমে বিভিন্ন ধরণের সার্ভিস চালু থাকার কারণে টাকা কেটে নেয়। অজান্তে চালু হওয়া সার্ভিস গুলোর মধ্যে যেমন: ওয়েলকাম টুন, খেলার খবর, জোকস, কল ব্লকসহ সকল ধরণের সার্ভিস একবারে বন্ধ করার জন্য আমাদের ভিডিওতে সরাসরি দেখানো হয়েছে। ভিডিও মনযোগ সহকারে দেখুন বিনামূল্যে সকল সার্ভিস বন্ধ করুন।

একইভাবে টেলিটক সিম, রবি ও এয়ারটেল সিমের টাকা কেটে নেওয়া বন্ধ করতে আমাদের ভিডিওটা মনযোগ সহকারে দেখে সেভাবে কাজ করলেই ১০০% বন্ধ হয়ে যাবে সার্ভিস গুলো। আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করে সহযোগিতা করবেন।


Post a Comment

নবীনতর পূর্বতন