বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ট্রেন্ডিং বিষয় হচ্ছে বিকাশ থেকে টাকা কেটে নেয় কেন? বিকাশ থেকে টাকা কেটে নিলে কী করব এরকম কী-ওয়ার্ড লিখে গুগল ও ইউটিউবে প্রতিদিন হাজার হাজার সার্চ করতেছে। কিন্তু অনেক ওয়েবসাইট ভিজিট ও ভিডিও দেখে কোন লাভ হয়নি।

How to save Bkash from fundesh subscription

বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার প্রধান কারণ হলো অটো-সাবস্ক্রিপশন অন থাকা। তারমানে যেকোন ভাবে আপনার অটো-সাবস্ক্রিপশন অন হয়ে গেছে। ফানদেশ(Fundesh) নামের একটি ওয়েবসাইট আছে, এরা ফেজবুকে ইনকামের নামে বিভিন্ন অফার প্রমোশন করে। যেমন, অনলাইন মোভি, নাটক, সিরিয়ালের বিভিন্ন প্যাকেজ আছে। এগুলো দেখতে হলে সে প্যাকেজ গুলো কিনতে হয়, যেমন ৭ দিনের, ১৫ দিনের, ৩০ দিনের।

এছাড়াও সবচেয়ে আরো একটি বিশেষ অফার করে, তা হল গেম খেলে অর্থ উপার্জন করা। আসলে গেম খেলার সময় দেখা যায় টাকা একাউন্টে জমা হচ্ছে, উইথড্র করতে বিকাশ নাম্বার দিতে হয়। ফলে আমরা অজ্ঞাত বশত বিকাশের সাবস্ক্রিপশন টা অন করে ফেলি।

আরো পড়ুনঃ

১। দ্রুত ইউটিউব শর্টস থেকে ইনকাম করার পদ্ধতি।

২। মোবাইল কেনার আগে ৭ টি টিপস।

এখন জেনে নিন, বিকাশ একাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নিলে কী করবেন?

আমাদের ভিডিওতে সবকিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। ভিডিওটি মনযোগ সহকারে দেখলে ৯৯% বিকাশ থেকে টাকা কেটে নেয় কেন তা বন্ধ করতে পারবেন।

বিকাশ থেকে টাকা কেটে নেয় কেন | Save Bkash from fundesh subscription Watch Full Video



Post a Comment

নবীনতর পূর্বতন