Basic Settings & On-page SEO for Blogger Part: 03

 ***বিসমিল্লাহির রাহমানির রাহীম***

আসসালামু-আলাইকুম,

আশা করি, আপনি অনেক ভাল আছেন। আমি মনে করি সঠিক ভাবে ওয়েবসাইটের খুঁটিনাটি শিখে অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন। এজন্য আমাদের Blogger A to Z  এর ৪নং পোস্টটি পড়তেছেন। আজকের এই পোস্টটি পড়বেন ও নিচে দেওয়া ভিডিও অনুযায়ী কাজ করুন। তাহলে আপনার ওয়েবসাইটটির On-Page SEO for Blogger সম্পন্ন হবে। এই ভাবে On page SEO না করলে কখনো গুগল আপনার ওয়েবসাইটকে রেঙ্ক করবেননা।

Read more:

Blogger On page SEO এর কাজ যেভাবে সম্পন্ন করবেন?

  • যেকোন ব্রাউজে গিয়ে গুগলে আপনার Gmail লগিন করুন।
  • এরপর blogger.com এ গিয়ে আপনার ব্লগ সাইটটি সিলেক্ট করুন।
  • বামপাশের অনেক গুলো অপশন হতে Settings এ ক্লিক করুন।
Blogger Basic Settings
  • তারপর Enable custom robots.txt বাটনটি অন করে দিন।
  • Custom robots.txt তৈরি করার জন্য নিচের ভিডিও ফলো করুন।
  • Enable custom robots header tags বাটনটি অন করে দিন।
  • Home page tags এর জন্য নিচের ফটো ফলো করুন।
Blogger Custom robot tags
  • Archive and search page tags এর জন্য নিচের ফটো ফলো করুন।
Archive and search page tags
  • Post and page tags এর জন্য নিচের ফটো ফলো করুন।
Blogger custom robot tags for post and pages

Blog থেকে ইনকামের টিক্স ও ব্লগার সংক্রান্ত টিউটোরিয়ালস গুলো ওয়েবসাইটে প্রকাশ করার আগে Facebook Group এ পোস্ট করে থাকি। ওয়েবসাইটের কাজ গুলো যথাযথ শিখতে আমাদের ফেজবুক গ্রুপে জয়েন করুন। আমাদের গ্রুপ লিংকঃ Earn Money from Blog, WordPress and AdSense এই পোস্ট সম্পর্কে যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হবেন এবং প্রশ্ন করেন।

[বিঃদ্রঃ এই ওয়েবসাইটে বিভিন্ন কনটেন্ট, ভিডিও ও ছবি গুগল বা অন্য ওয়েবসাইট/বই থেকে টপিক আইডিয় নেওয়া হতে পারে। তাই আপনার কনটেন্ট এর সাথে সরাসরি মিলে না গেলেও কিছু টপিকের মিল হইতে পারে। আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি। তাই এই বিষয়ে যদি আপনার  কোনও দ্বিমত থাকলে আমাদের কাছে অভিযোগ করুন। 72 ঘণ্টার ভিতরে আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।]

Post a Comment

নবীনতর পূর্বতন