আয়করের পরিসীমা প্রতিনিয়ত বাড়ছে পরগাছার মতন। আমাদের দেশে বর্তমানে প্রায় ৬০ লাখের ওপরে টিআইএন রেজিষ্ট্রেশন, ২ লক্ষ টাকার ওপরে সঞ্চয়পত্র(Savings certificate) কিনতে এবং ডাকঘর সঞ্চয়পত্রের(Post Office Savings Certificate) হিসাব খুলতে টিআইএন(TIN) প্রয়োজন পরে।

টিআইএন রিটার্ন বাধ্যতামূলক

টিআইএন থাকলেই আপনার আয়কর রিটার্ন দিতে হবে

এধরণের সাঁইত্রিশটি ক্ষেত্রে টিআইএন(TIN) বাধ্যতামূলক। বর্তমানে TIN Certificate থাকলেই আপনার করযোগ্য আয়(Taxable income) থাকুক না–থাকুক আপনার টিন রেজিষ্ট্রেশন থাকলেই আয়কর রিটার্ন(Income tax return) দিতে হবে। দু–তিনটি ব্যতিক্রম ছাড়া জেনে নিন কাদের আয়কর রিটার্ন দিতে হবে এবং দিতে হবে না।

If you have TIN, you have to pay income tax return

টিআইএন থাকলেই কি টিআইএন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক কিনা? এ প্রশ্নের উত্তরে বলতে পারি যে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৭৫ ধারায় বলা হয়েছে, কার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আপনি বাধ্যতামূলক তালিকার অন্তর্ভুক্ত হইলে আপনাকে ৩০শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।

যাদের জন্য রিটার্ণ দাখিল বাধ্যতামূলক(Income tax return)

আয়কর নীতি অনুযায়ী যাহাদের করযোগ্য ইনকাম রয়েছে অথবা যারা গত তিন বৎসর রিটার্ন দাখিল করেছেন তাহাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক(pay income tax return)। আয়কর অধ্যাদেশ, 1984 এর 75(1) ধারা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

১. যদি কোনো করদাতার ব্যক্তির আয় বছরে ৩,০০,০০০ টাকার বেশি হয়।

২. করদাতা তৃতীয় লিঙ্গের মহিলা হয় এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতা ইনকাম যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়।

৩. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হলে

৪. প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪,৫০,০০০ টাকার বেশি হয়।

যাঁদের আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে

১. যে ব্যাক্তি ১২ ডিজিটের টিআইএন(TIN) গ্রহণ করেছেন।

২. যদি আয় বছরে করদাতার মোট ইনকাম করমুক্ত সীমা(Tax-free limit) অতিক্রম করে।

৩. আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে তার রিটার্ন(Return)

৪. কোনো কোম্পানির শেয়ারহোল্ডার(shareholders) পরিচালক বা শেয়ারহোল্ডার এমপ্লয়ি(Shareholder employee) হইলে।

৫. কোনো প্রতিষ্ঠান বা ফার্মের অংশীদার হইলে।

৬. সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ করপোরেশন(Corporation), সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, করপোরেশন(Corporation), সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরের যেকোনো সময় ১৬,০০০ টাকা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন।
৭. কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী বা

ব্যবস্থাপনা পদে (যে নামেই অভিহিত হোক না কেন) বেতনভোগী কর্মী হন।

৮. আয় বছরে করদাতার আয়কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে

৯. মোটর গাড়ির মালিকানা থাকা (মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাসকেও বোঝাবে)
১০. মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ থাকা

১১. কোনো সিটি করপোরেশন(City Corporation), পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স(Trade-Licence) গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা

১২. চিকিৎসক(Doctor), দন্তচিকিৎসক(Dentist, আইনজীবী(Lawyer), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট(Chartered Accountant), Cost and Management Accountant, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার Engineer, Architect, Surveyor অথবা সমজাতীয় পেশাজীবী(Homosexual professionals) হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধন থাকা।

১৩. আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের(National Board of Revenue) নিবন্ধন থাকা

১৪. কোনো বণিক বা শিল্পবিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্যপদ থাকা

১৫. কোনো পৌরসভা(Municipality), সিটি করপোরেশনের(City corporation) কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া।

১৬. কোনো সরকারি(Government), আধা সরকারি(Semi-government), স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করা

১৭. কোনো কোম্পানির বা কোনো গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকা।

১৮. মোটরযান, স্থান, আবাসন বা অন্য কোনো সম্পদের মাধ্যমে কোনো অংশভাগী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী

১৯. লাইসেন্সধারী অস্ত্রের মালিক

২০. সঞ্চয়পত্র(Savings certificate) ক্রয়ে মোট বিনিয়োগ দুই লাখ টাকা অতিক্রম করলে

২১. দুই লাখ টাকার অধিক পোস্টাল সঞ্চয় হিসাব খুলতে এব

২২. সমবায় সমিতির রেজিস্ট্রেশনে

তবে নিম্নরূপ ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিল(Income tax return) করতে হবে না

১. বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে

২. জমি বিক্রয়ের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন, কিন্তু করযোগ্য আয় নেই

৩. ক্রেডিট কার্ড গ্রহণের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন, কিন্তু করযোগ্য আয় নেই।

লেখক: আয়কর আইনজীবী, নির্বাহী পরিচালক, গোল্ডেন বাংলাদেশ

Source news from prothom alo

Post a Comment

নবীনতর পূর্বতন