সাধারণত যেকোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট ওপেন করা যায়। এসকল Savings account এর তুলনায় স্টুডেন্ট অ্যাকাউন্টে বেশি সুযোগ-সুবিধা উপভোগ করা যায়। আমাদের দেশে প্রায় সব ধরণের ব্যাংকেই স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট সেবা চালু রয়েছে।

IBBL Student Account

এক্ষেত্রে  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড(IBBL Student Account) এর ব্যতিক্রম না। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ব্যাংকিং সুবিধা দিতে ইসলামী ব্যাংক নিয়ে এসেছে স্টুডেন্টস মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বা Students Mudaraba Savings Account (SMSA).

IBBL Student Account-Students Mudaraba Savings Account (SMSA)

আমাদের দেশের যে কোন অধ্যয়নরত শিক্ষার্থী Students Mudaraba Savings Account (SMSA) খুলতে পারবে। আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে, তবে সহজেই স্টুডেন্ট অ্যাকাউন্টের নিম্নোক্ত সুবিধাসমূহ উপভোগ করতে পারেন। চলুন এ আর্টিকেলটি থেকে ইসলামী ব্যাংক স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট(IBBL Student Account) সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন।

Read more: 

অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র(Required Documents for opening IBBL Student Account)

  • Complete account opening form(একাউন্ট ওপেন করার জন্য একটি ফরম ডাউনলোড বা IBBL bank থেকে সংগ্রহ করে ফরম টি সঠিক ভাবে ফিলাপ করতে হবে)
  • 02 copies passport size photographs of operator and student(স্টুডেন্ট এর ২ কপি রঙিন ফটো বা যার নামে আইবিবিএল স্টুডেন্ট একাউন্ট ওপেন করা হবে তার ছবি)
  • 1 copy photograph of nominee duly attested by the accountholder(আইবিবিএল স্টুডেন্ট একাউন্ট ওপেন করার জন্য নমিনির ১ কপি রঙিন ফটো দিতে হবে)
  • Identification proof like National ID Card/Passport/Chairman or School Authority certificate(আইডিন্টি প্রমাণ করার জন্য এনআইডি কার্ড/ পাসপোর্ট/ চেয়ারম্যান সার্টিফিকেট/ প্রতিষ্ঠানের অথোরিটি সার্টিফিকেট দেখাতে হনে)
  • Minimum deposit Tk.100/-(মিনিয়াম ১০০ টাকা ডিপোজিট করতে হব)
  • Introducer signature( যাদের আগে থেকেই IBBL Savings account রয়েছে তাহার সিগনেচার নিতে হবে)

যেসব সুবিধা উপভোগ করতে পারবেন(Feature of IBBL Student account 2022)

Students Mudaraba Savings Account (SMSA) ওপেন করার জন্য মাত্র ১০০ টাকা ডিপোজিট করলেই হবে।

  • সরকারি শুল্ক ও কর ছাড়া অন্য কোন চার্জ দিতে হবে না।
  • ফ্রি ATM কার্ড পাবেন।
  • ৫ বছর পর পর  ২৩০ টাকা দিয়ে কার্ড নবায়ন করে নিতে পারবেন। এছাড়া এটিএম
  • কার্ড হারিয়ে বা নষ্ট হলে বা রিপ্লেস করলে ২৩০ টাকা চার্জ প্রযোজ্য
  • ফ্রি চেক বই পাবেন।
  • ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা রয়েছে। এর মাধ্যমে যে কোন সময় যে কোন স্থান থেকে মোবাইল রিচার্জ ও ফান্ড ট্রান্সফারের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
  • SMS এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানা ও স্টেটমেন্ট দেখতে পারবেন।
  • বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের গ্রহণ ও উত্তোলন করতে পারবেন।
  • স্কুল-কলেজের বৃত্তি/উপবৃত্তির টাকা স্টুডেন্ট অ্যাকাউন্টে জমা করতে পারবেন।
  • দিন রাত 24 hours ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন।
  • অনলাইনের মাধ্যমে ৬৪টি জেলায় বিস্তৃত ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা ও তুলতে পারবেন।
  • দেশে-বিদেশে স্কুল ব্যাংকিং কনফারেন্সে ব্যাংকের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন (নমিনেশন পাওয়া সাপেক্ষে)।
  • ফ্রী ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা (IBBL এর যেকোন একাউন্টের জন্য ইন্টারনেট ব্যাংকিং ফ্রি)
  • ইনকাম সোর্চের উপর ভিত্তি করে টাকা রাখা বা উত্তোলনের লিমিটেশন রয়েছে।

আইবিবিএল স্টুডেন্ট একাউন্ট(IBBL Student Account) বা Students Mudaraba Savings Account (SMSA) নিয়ে গ্রাহকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

১. স্টুডেন্ট আইডি কার্ডের ভ্যালিডিটি শেষ হলে স্টুডেন্ট একাউন্টটি কি থাকবে নাকি চেন্জ হয়ে যাবে?
উত্তরঃ একাউন্ট অটো চেন্জ হবে না, স্টুডেন্ট একাউন্ট আগে ক্লোজ করতে হবে তারপর এটি সেভিংস একাউন্টে পরিবর্তন করে নিতে হবে।

২. স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে IBBL student account দিয়ে কি লেনদেন করতে পারব?
উত্তরঃ Student ID card validity শেষ হলে এই একাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন না। যতদিন Student ID card দেখাতে পারবেন ততদিন একাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন।

৩. IBBL Student Account এ কি চেক বই পাওয়া যাবে?
আইবিবিএল স্টুডেন্ট একাউন্ট ওপেন করলে চেক বই পাবেন। এছাড়াও IBBL ATM Card নিতে আবেদন করলে ATM Card ফ্রিতে নিতে পারবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন