ডাচ বাংলা ব্যাংকের নাম, সেবা ও জনপ্রিয়তা সম্পর্কে সবাই জানে। এদের জনপ্রিয় সার্ভিস গুলোর মধ্য  এটিএম কার্ড/ফাস্ট ট্রাক/রকেট ও এজেন্ট ব্যাংকিং সার্ভিসের অন্যতম। অন্যান্য ব্যাংক গুলোর মতই ডাচ বাংলা ব্যাংক ছাত্র ছাত্রীদের সুবিধার কথা ভেবে চালু করেছে স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস। আজ আমরা জানিয়ে দিব ডিবিবিএল স্টুডেন্ট একাউন্ট(DBBL Student Account) নিয়ে।

open DBBL student account

How to open Dutch bangla bank student account(DBBL student account)

যা অন্যান্য ব্যাংকিং এর মত বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। ডাচ বাংলা এ স্টুডেন্ট সেভিংস একাউন্ট এর জন্য ১ বছরের জন্য সার্ভিস চার্জ অন্য ব্যাংকে স্টুডেন্ট একাউন্টের তুলনায় কম। স্টুডেন্ট একাউন্টে এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করার সুবিধা রয়েছে।  কিন্তু ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট(Dutch Bangla bank student account) সেভিংকস এর জন্য চেক বুক দেয়া হয় না।

Read more: 

Dutch Bangla bank student account features

  1. একাউন্ট ওপেন করতে কোন প্রকার চার্জ দিতে হবে না। (No service charge to open Dutch Bangla bank student account)
  2. DBBL Student Account বাতিল করলে Coo টাকা WHAT ফেরত দেওয়া হবে।
  3. আজীবনের জন্য free Nexsuspay Card প্রদান করবে।
  4. Dutch Bangla bank student account এর জন্য Nexsuspay Card এর বার্ষিক কোন চার্জ নেই।
  5. DBBL Nessus Card বা ATM Card হারিয়ে বা নষ্ট হহইলে মাত্র ৪০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবার নতুন কার্ড পাবেন।
  6. DBBL Nessus Card এর মাধ্যমে সকল ATM বুথ   হতে টাকা তুলতে পারবেন। এতে কোন চার্জ লাগবেনা।
  7. আপনার জমাকৃত টাকার বিপরীতে প্রতি বছর ৫% হারে সুদ প্রদান করা হবে DBBL Bank হতে। (শর্ত প্রযোজ্য)
  8. সাধারণ সেভিংস একাউন্টের মত প্রায় সব ধরণের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
  9. সার্বক্ষণিক গ্রাহক সার্ভিস পেতে কল করবেন: ১৬২১৬

To create DBBL STUDENT ACCOUNT need important DOCUMENTS

নিম্নে বর্ণিত Dutch Bangla Bank এ স্টুডেন্ট সেভিংস একাউন্ট খুলার জন্য ডকুমেন্টস গুলো লাগবে। এসব ডকুমেন্টস ছাড়া ব্যাংকে যাবার দরকার নেই, এতে শুধু আপনার টাকা ও সময় দুটোই নষ্ট হবে। তাই আমাদের দেয়া তথ্য সমূহ ফলো করুন। আপনার কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করুন।

স্টুডেন্টের যেসব ডকুমেন্টস গুলো প্রয়োজন হবেঃ

  1. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। (Resent Passport Size 2 Copy Photos.
  2. জাতীয় পরিচয়পত্র/জন্ম-নিবন্ধন। (Photocopy of NID Card / Birth Certificate.
  3. শিক্ষার্থীর বৈধ স্টুডেন্ট আইডি কার্ড। (Real valid student ID card of the student)
  4. নমিনির(Nominee) যেসব ডকুমেন্টস গুলো প্রয়োজন হবেঃ
  5. নমিনির জাতীয় পরিচয় পত্র এবং এক কপি ছবি। (NID 1 photocopy/Birth certificate)
  6. 1 copy passport size color photos of the Nominee

ডিবিবিএল স্টুডেন্ট একাউন্ট এর জন্য লিমিট ও চার্জ সমূহ। (DBBL  STUDENT ACCOUNT CHARGE & LIMIT)

  • স্টুডেন্ট সেভিংস একাউন্টের জন্য মাসিক ক্যাশ-ইন লিমিট ২ লাখ টাকা পর্যন্ত। (Monthly 2 lakh taka Cash-In Limit for DBBL student savings account)
  • প্রতিদিন ৫০০০০/= টাকা পর্যন্ত Withdraw করতে পারবেন।
    প্রতিদিন তিনবার এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন।
  • সর্বোচ্চ ১০০০০ টাকা পর্যন্ত কোন মেইট্যানেন্স ফি লাগবেনা।
  • 10000-24999 Taka: Maintenance fee 115 Taka
  • 25000-200000 Taka:  Maintenance fee 230 Tk

Transaction Month’s On day  highest 1 lakh :  Maintenance Charge + Excise Duty 150 Taka.

How to check your DBBL student savings account balance?

  • ATM Card দিয়ে সহজেই বুথে গিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন।
  • নিজের মোবাইল দিয়ে *322# ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারবেন।
  • সরাসরি ডিবিবিএল হেল্প সেন্টারে কল করে জেনে নিতে পারেন।

আশা করি,  ডিবিবিএল স্টুডেন্ট একাউন্ট(Dutch Bangla bank student account) নিয়ে সব প্রশ্মের উত্তর বা তথ্য দিতে পেরেছি। এ বিষয়ে আপনার বুঝতে সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব (Subscribe here) করে সহয়তা করুন। এছাড়া সবসময় ব্যাংক নিউজ, সরকারি জব সার্কুলার পেতে আমাদের E-jobs পেজে লাইক করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন