হ্যালো বন্ধু, আপনি কী ট্রেনে ভ্রমণ করতে ভালবাসেন? পূর্বের মত অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করতে পারছেন না। হ্যাঁ বন্ধু, এটা সবার জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। এখন আর চিন্তা করার প্রয়োজন নেই, কেননা শুরু হয়ে গিয়েছে অনলাইনে টিকেট বিক্রয়।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নতুন নিয়ম ২০২২

আপনি আগের একাউন্ট এখন আর ব্যবহার করতে পারবেন না। এখন আপনাকে নতুন করে একাউন্ট খুলে নিতে হবে। তাই অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম সমূহ জেনে নিন, সেজন্য কয়েকটি ধাপে কাজ গুলো করুন।

যেভাবে নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন?

১। প্রথমে যেকোন ব্রাউজার দিয়ে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এজন্য আপনি আপনার মোবাইলফোন বা কম্পিউটার দিয়েও করতে পারবেন।
২। এই ওয়েব সাইটের নীচের দিকে “Registration” বাটন দেখতে পারবেন, এই বাটনে ক্লিক করতে হবে।
৩। এতে ক্লিক করলে “Create an Account” নামের নতুন একটি Page আসবে।
৪। এই পেজে আপনার “Personal Information” দিয়ে সংশ্লিষ্ট ফরমটি প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করুন।
৫। Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
৬। সকল ইনফরমেশন সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।
৭। E-ticketing System থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানায় Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল আসবে।
৮। আপনার ই-মেইল এর ইনবক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি এবার ওপেন করুন। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

এখন জেনে নিন সফলভাবে রেজিষ্ট্রেশন হবার পরে ট্রেনের টিকিট কাটবেন

১। প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

২। “Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।
৩। এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।
৪। এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে।
৫। এরপরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।
৬। ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।
৭। ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

  • সাজেক ভ্যালি(Sajek Valley) ভ্রমণ গাইড ও নিরাপদ হোটেল তালিকা
  • StarCraft II: Heart of the Swarm – full game movie
  • Top 10 Underrated Movies You Need to Watch
  • The Death Of Captain America civil war in Hindi download
  • How to download good news movie, good newwz full movie download link

Post a Comment

নবীনতর পূর্বতন